

০৬ জুলাই ২০২৪ ইং তারিখে বিকাল ৩ ঘটিকায় সলিডারিটি উপজেলা অফিস, উলিপুরে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যদের অংশগ্রহণে একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরমহাম্মদ সরকার। সভাটি পরিচালনা করেন সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী পাল এবং সার্বিক সহযোগিতা করেন কো-ফোকাল সুনীল কুমার দাস।
সভায় মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হয়—শুভেচ্ছা বিনিময়, ফোরামের নিষ্ক্রিয় সদস্য বাতিল ও নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিশ্ব জনসংখ্যা দিবস পালন এবং বিবিধ। শুভেচ্ছা বিনিময়ের আলোচনায় ফোকাল পার্সন কমলা রানী পাল সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান এবং পূর্ববর্তী বছরের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, “আমরা গত বছর প্রশংসনীয় কাজ করেছি, এবছর আমাদের আরও পরিকল্পিতভাবে কাজ করতে হবে। সকলের আন্তরিক অংশগ্রহণ থাকলে আমরা নিশ্চয়ই সফল হবো।”
পরবর্তী আলোচনায় ফোরামের নিষ্ক্রিয় সদস্যদের বাতিল ও নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় নির্ধারিত হয় যে, যারা নিয়মিত সভায় অংশগ্রহণ করছেন না, তাদের সদস্যপদ বাতিল করে নতুন সক্রিয় সদস্য অন্তর্ভুক্ত করা হবে। সভাপতি আগামী ৭ দিনের মধ্যে নতুন সদস্যদের তালিকা ফোকাল পার্সনের নিকট প্রেরণ করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
তৃতীয় আলোচনায় উলিপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। দিবসটি আগামী ১১ জুলাই ২০২৪ ইং তারিখে পালন করা হবে। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরমহাম্মদ সরকার বলেন, “আমরা উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দিবসটি পালন করব।” ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান বলেন, “দিবসটি সফলভাবে উদযাপন করতে হলে উপজেলা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, যুব ফোরাম সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করতে হবে।
Citizen's Voice