স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • December 18, 2024
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি | ১৮ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবার ঘাটতি চিহ্নিত করে তা থেকে উত্তরণের পথ নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার স্থান ছিল জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের কার্যালয়, খাগড়াছড়ি

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক জনাব ফারুক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন জনাব সোহাগ ময় চাকমা, সহকারী উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ,জনাব দীপময় তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহালছড়ি,ডা. অনিক দাশ, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি);
জনাব ত্রিশূল চাকমা, পরিবার পরিকল্পনা পরিদর্শক,জনাব সবিতা চাকমা, পরিবার কল্যাণ পরিদর্শক, ক্যায়াংঘাট ইউনিয়ন।

এছাড়াও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় আলোচনা করা হয় - জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, সেবাদান ব্যবস্থার চ্যালেঞ্জ, এবং নাগরিক ও সেবাদাতার মধ্যে সেতুবন্ধন তৈরির উপায় নিয়ে।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ও জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর জনাব বিনোদন ত্রিপুরা বিগত সভাগুলোর সিদ্ধান্ত ও ফলোআপ কার্যক্রমের পর্যালোচনা উপস্থাপন করেন।

সভায় উপপরিচালক জনাব ফারুক আব্দুল্লাহ জানান, বর্তমানে ক্যায়াংঘাট স্বাস্থ্য পরিবার কেন্দ্রে গ্রীনহিল কর্তৃক দুইজন মিডওয়াইফার নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সহায়তায় মেডিকেল অফিসার ডা. অনিক দাশ সফলভাবে ডেলিভারি সেবা কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরও বলেন, এই সেবা কার্যক্রমের ব্যাপক প্রচারের জন্য জেলা স্বাস্থ্য অধিকার ফোরামকে সপ্তাহে অন্তত একদিন মাইকিং করে জনগণকে অবহিত করতে হবে। পাশাপাশি, ক্যায়াংঘাট স্বাস্থ্য কেন্দ্রের অবস্থান সহজে চেনার জন্য কেন্দ্রের রাস্তার সম্মুখভাগে একটি পিভিসি সাইনবোর্ড স্থাপনের পরামর্শ দেওয়া হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব দীপময় তালুকদার জানান, স্বাস্থ্যকেন্দ্রের বাজেটের ৬০% ওষুধ ক্রয়ে এবং ৪০% পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় হয়। ফলে বাজেট সংকটের কারণে অনেক কাজ করতে পারা যায় না।

মেডিকেল অফিসার ডা. অনিক দাশ বলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে ক্যায়াংঘাট স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে ৬টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে, যা ইতিবাচক অগ্রগতি। তবে ডেলিভারি কিট, ক্যানুলা, অক্সিটোসিন ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারসহ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামের ঘাটতি রয়েছে।"

সভা শেষে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং সেবা কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

Citizen's Voice