স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

  • November 23, 2024
স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

২৩ নভেম্বর ২০২৪ তারিখে সকাল ১০টায় রূপান্তর জেলা অফিসে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সমন্বয়কারী মোঃ নাইমুর রহমান। সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করার জন্য আহ্বান করেন।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভার আলোচ্যসূচী নির্ধারণ করা হয়, যা ছিল – বিগত সভার রেজুলেশন পাঠ, সংযোজন ও অনুমোদন; প্রকল্পের এক বছরের কার্যক্রম বিষয়ে আলোচনা; সদস্যদের আই কার্ড বিষয়; সামাজিক কার্যক্রম বিষয়; এবং বিবিধ। সভার সঞ্চালনা করেন শিল্পী আক্তার, ফোকাল পার্সন, বিএইচডাব্লু প্রকল্প, রূপান্তর।

বিগত সভার রেজুলেশন পাঠ, সংযোজন ও অনুমোদনের সময় কমিটির যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ পাঠ করেন। পাঠ শেষে সংযোজন-বিয়োজন করে রেজুলেশন সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

প্রকল্পের এক বছরের কার্যক্রম বিষয়ে জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু বলেন, ডিসেম্বর ২০২৪ সালে প্রকল্পের এক বছর পূর্ণ হবে। তিনি জানান, এক বছরের কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। তবে পরিকল্পিত লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জন করা যায়নি। ফোরামটি নিজস্ব উদ্যোগে কিছু কার্যক্রম পরিচালনা করবে, যাতে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হয়। তিনি ফোরাম সদস্যদের নিয়মিত ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে এবং সমস্যা ও ভালো কাজ গ্রুপে শেয়ার করতে বলেন। এছাড়া ছোট ছোট কাজগুলো নোট করে হটচ্যাপ গ্রুপে লিপিবদ্ধ করার কথাও উল্লেখ করেন। তিনি সবাইকে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সদস্যদের আই কার্ড বিষয়ে ফোকাল পার্সন শিল্পী আক্তার জানান, বাংলাদেশ হেলথ ওয়াচ সদস্যদের আইডি কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। সকল সদস্যের তথ্য কম্পিউটারে এন্ট্রি করা হয়েছে। তিনি সদস্যদেরকে অনুরোধ করেন, আইডি কার্ডের তথ্য সঠিকভাবে যাচাই করবেন এবং দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত হন।

সামাজিক কার্যক্রম বিষয়ে কমিটির সদস্য রাতুল কুমার শীল জানান, পৌরসভার বস্তির ছেলে-মেয়েদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ আয়োজনের প্রয়োজন, যার জন্য কিছু আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন। উপস্থিত সবাই উক্ত প্রস্তাবের সাথে একমত হন। এরপর কমিটির সদস্য মিলি আক্তার বলেন, ডেঙ্গু ও ভাইরাস জ্বর বৃদ্ধি পাওয়ায় পৌরসভা ও গ্রাম পর্যায়ের জনগণকে স্বাস্থ্য অধিকার বিষয় সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন করা প্রয়োজন। প্রস্তাবে সকলে একমত পোষণ করেন এবং প্রতি সপ্তাহে দুটি সচেতনতা ক্যাম্প আয়োজন করার সিদ্ধান্ত নেন।
সভায় নেয়া সিদ্ধান্তসমূহ হলো:

  • রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ আয়োজন করা হবে।
  • ডেঙ্গু ও ভাইরাস জ্বর বৃদ্ধি পাওয়ায় পৌরসভা ও গ্রাম পর্যায়ে স্বাস্থ্য অধিকার বিষয় সচেতনতা ক্যাম্প আয়োজন করা হবে।

সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন এবং সদস্যদের সু-স্বাস্থ্য কামনা করেন।
 

Citizen's Voice