

০৪ জুন ২০২৪ তারিখে সকাল ১০টার সময় রূপান্তর জেলা অফিসে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সমন্বয়ক মোঃ নাইমুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সম্পাদক সখে সাকরি হোসনে। সভার সভাপতি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কার্যক্রমের সূচনা করেন।
সভায় উপস্থিত সকলের মতামত গ্রহণের ভিত্তিতে মাসিক সভার আলোচ্যসূচী নির্ধারণ করা হয়, যা ছিল-পরিচিতি, স্বাগত বক্তব্য, সভার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা, সদস্য পরিবর্তন এবং সিদ্ধান্ত গ্রহণ। সভাটি সঞ্চালনা করেন শিল্পী আক্তার, রূপান্তরের ফোকাল পার্সন।
পরিচিতি পর্বে সকল সদস্য নিজেদের পরিচয় প্রদান করেন। স্বাগত বক্তব্যে প্রোগ্রাম সমন্বয়ক মোঃ আতাবুর রহমান টুকু বলেন, দীর্ঘ এক বছর পর আবারও সভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্য অধিকার ও সেবা মান উন্নয়নে একত্রিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
সভায় ফোকাল পার্সন শিল্পী আক্তার বলেন, হেলথ ওয়াচ প্রকল্পের পুনর্নবায়ন হয়েছে এবং এবার কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
বাগেরহাট হাসপাতালে রোগীদের জন্য সেবা মান উন্নয়ন, নিয়মিত হাসপাতাল ভিজিট ও রোগীর খোঁজখবর, ওয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য আপলোড, দুই মাসে একবার সরাসরি মিটিং আয়োজন এবং কমিটিকে সাংগঠনমূলকভাবে দক্ষ করা গুরুত্বপূর্ণ। এছাড়া শহরের পরিচ্ছন্নতা ও সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
সদস্য পরিবর্তনও সভায় গৃহীত হয়। কমিটির তথ্যায়ন সম্পাদক নাবলিয়া তাবাসুম মিষ্টির স্থলে শাহানাজ আক্তার, প্রচারাভিযান সম্পাদক ফাহমিয়া আক্তার রুমি লখোপড়া থাকায় তার স্থলে তাসলিমা আক্তার, এবং অন্য সদস্যদের পদান্তর ও নতুন সদস্য নিয়োগ করা হয়।
সিদ্ধান্তসমূহ: সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতি মাসে নিয়মিত সভা করা হবে, ওয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সভা ও কার্যক্রম পরিচালনা করা হবে, সামাজিক কাজে দৃশ্যমান ভূমিকা রাখা হবে, স্বাস্থ্যসেবা মান উন্নয়নে একত্রিতভাবে কাজ করতে হবে, হাসপাতালে রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, নিয়মিত হাসপাতাল ভিজিট এবং রোগীর খোঁজখবর নিতে হবে, কমিটি সাংগঠনমূলকভাবে দক্ষ হবে, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখবে, সদস্যরা সুসম্পর্ক বজায় রাখবে, কমিটির নিয়ম-নীতি মেনে দায়িত্বের সাথে কাজ করবে এবং রূপান্তর অফিসে দুই মাসে একবার সরাসরি মিটিং আয়োজন করা হবে।
সভাপতির বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সু-স্বাস্থ্য কামনা করে সভা সমাপ্ত করা হয়।
![]() |
![]() |
![]() |
Citizen's Voice