সুনামগঞ্জে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • October 24, 2025
সুনামগঞ্জে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

'সবার জন্য স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাব দিহিতা এবং অংশ গ্রহন' এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জেলা পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি আছে এমন এনজিওদের প্রতিনিধিদের মাঝে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র সভা কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেল্থ ওয়াচ এবং ইরার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, কোঅর্ডিনেটর (রিচার্স) মাহরুবা খানম, সুনামগঞ্জ ভার্ডের ম্যানেজার মো. নূর হোসেন, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার আশিকুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ টিআইবর এলাকা সমন্বয়ক আরিফুর রহমান, সূর্য্যের হাসি ক্লিনিক ম্যানেজার পান্না দে, ইসলামিক রিলিফিরে জেলা প্রতিনিধি মো. ছামছুল আলম, রিভার প্রজেক্টের ডিস্ট্রিক্ট ইনচার্জ মো. মিজানুর রহমান চৌধুরী।

ইরার প্রোগ্রাম অফিসার ফয়সল আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো. জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংরাদেশ-এর প্রোগ্রাম অফিসার দীপক বৈরাগী প্রমুখ।

Citizen's Voice