

সুনামগঞ্জে জেলা ও উপজেলা হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য জনবলকে আঞ্চলিক পর্যায়ে ধরে রাখা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর আড়াইটায় জেলা ইপিআই ভবন মিলনায়তনে বাংলাদেশ হেল্থ ওয়াচের উদ্যোগে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ ওয়াচের অনুপ্রেরনায় গঠিত সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
কর্মশালার বিষয়বস্তু তোলে ধরেন সিডা’র (সুইডেন এম্বসি) কনসসালটেন্ট নূরুন নবী তালুকদার ও বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম।
এতে অংশগ্রহন করেন জেলার ১২টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও একজন করে মেডিকেল অফিসার।
কর্মশালায় ‘এ’ ও ‘বি’ দু’টি গ্রুপ স্বাস্থ্যকর্মীদের ধরে রাখা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন ইস্যু তুলে ধরেন অংশগ্রহনকারীগণ।
'এ' গ্রুপ প্রস্তাবিত বিভিন্ন বিষয় উপস্থাপনা করেন গ্রুপ লিডার জেলার দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান ও 'বি' গ্রুপের উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ।
Citizen's Voice