সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ২০২৫

সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ২০২৫

  • April 7, 2025
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ২০২৫

"জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যৌথ উদ্যোগে সোমবার বেলা ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের সামন থেকে এক র‌্যালি বের হয়ে জেলা ইপিআই মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা, সুনামগঞ্জ বক্ষব্যধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. অতনু ভট্টাচার্য্য, সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য্য, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহসভাপতি এমদাদুল হক শাহজাহান প্রমুখ।

সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ মিথুন ও সিভিল সার্জন কার্যালয়ের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. ইমামা ইকবাল জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী পরিচর্যা, মাতৃ ও শিশু মৃত্যুর হারসহ বিভিন্ন পরিসংখ্যান প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।

Citizen's Voice