"অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন

"অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন

  • July 11, 2024
"অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন

বাংলাদেশ হেলথ ওয়াচ এবং জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় মহালছড়ি উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগ ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে এদিন র‌্যালী এবং র‌্যালী শেষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মেডিকেল অফিসার ডা. অনিক দাস। সভায় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মচারী বৃন্দ, মহালছড়ি উপজেলায় স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য বৃন্দ এবং জাবারাং কল্যাণ সমিতির প্রতিনিধি দয়ানাথ ত্রিপুরা , মিস হিতার্থী চাকমা, প্রোগ্রাম অফিসার উপস্থিত ছিলেন। এ দিন উক্ত আলোচনা সভায় জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা সহকারী হিসাবে মিস জেসমিন চাকমা এবং জেলা ও উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসাবে মোঃ অহিদ উল্লাহকে পুরষ্কৃত করা হয়। 

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন মূলত ১৯৯০ সালের পর হতে যে হাওে বিশে^ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ন্ত্রণের জন্য দেশবাসী ও এলাকবাসীকে সচেতনতাসমহ উদ্ভুদ্ধ করার লক্ষ্যে প্রতিবছর ১১ জুলাই সারা বিশে^ও সাথে তালমিলিয়ে বাংলাদেশের বিশ^ জনসংখ্যা দিবস পালন করা হয়।  জনসংখ্যা যা সারা বিশে^ও প্রতি রাষ্ট্রের একটি মৌলিক উপাদান। এ ধারণাটি কখনো একটি দেশের সম্পদ আবার কখনো একটি রাষ্ট্রের উন্নয়নের অন্তরায়, যদি না এই জনসংখ্যকে জনশক্তিতে রুপান্তর করা না যায়। তবে জনসংখ্যা কেবল সমস্যা নয় বরং একটি রাষ্ট্রের সম্ভাবনা। একটি দেশ কতটা উন্নত ও সমৃদ্ধ হবে সেটা নির্ভর করে সে দেশ জনসংখ্যাকে কতটা জনশক্তিতে রুপান্তরিত করতে পেরেছে। এই জনসংখ্যাকেই জনশক্তিতে রুপান্তরিত করে একটিদেশ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে যেতে পারে।

আর এই জনসংখ্যা কোনো দেশের জন্য সম্পদ, আবার কোনো দেশের জন্য বোঝা। প্রযুক্তি ও উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই জনসংখ্যাকে কীভাবে দক্ষ জনশক্তিতে রুপান্তর করা যায় সে বিষয়ে জননসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতিবছর ১১ জুলাই বিশ^ জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে। সভায় মহালছড়ি যুব স্বাস্থ্য অধিকার ফোরাম থেকে বক্তব্য প্রদান করেন বিনয় ভূষণ শাস্ত্রী, যগ্ম সমন্বয়কারী।  

পরিশেষে সভায় মি দীপময় তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন - মহালছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স এদিন সকাল থেকে স্বাস্থ্যসেবা কর্মসূচি প্রদান ও টিকা প্রদান কর্মসূচি পালন করা হয়। বিশব০ জনসংখ্যা দিবসে বিশ^বাসীকে শিশু, কিশোর কিশোরী, তরুণ প্রজন্ম, সক্ষম দম্পতি, তাদের ছোট পরিবার গঠন, প্রজনন স্বাস্থ্যসেবা, মা ও শিশুমৃত্যু রোধে স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ না হওয়া, সহিংসতা, বৈষম্য ও মানবাধিকার নিয়ে প্রকৃতি-পরিবেশের ভারসাম্য রক্ষা প্রভৃতি বিষয়ে নানা সচেতনতামূলক কার্যক্রম প্রচার প্রচারণা করা হয়। উদ্দেশ্য, বিশে^ যেন জন বিস্ফোরণ না ঘটে। যেন কাক্সিক্ষত পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়। সভায় উপস্থিতিদের সহযোগিতায় মহালছড়ি উপজেলাতে যেসব এনজিও, বেসরকারি সংগঠন রয়েছে, সকলের সমন্বয়ে একসাথে কাজ করলে কাক্সিক্ষত উদ্দেশ্য অবশ্যই সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে সভা সমাপ্ত ঘোষণা করেন।

Citizen's Voice