নয়াগ্রাম কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

নয়াগ্রাম কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

  • July 31, 2024
নয়াগ্রাম কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুর, ৩১ জুলাই ২০২৪:

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়াগ্রাম হিজলি গোপপাড়া কমিউনিটি ক্লিনিকে সকাল ১১ ঘটিকায় কমিউনিটি ক্লিনিক ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গে ক্লিনিকের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা হাসপাতালের ইনস্পেক্টর মো: গোলাম রসুল, এবং সভা পরিচালনা করেন সলিডারিটির কো-ফোকাল পার্সন সুনীল কুমার দাস।

সভায় সুনীল কুমার দাস বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম ও স্বাস্থ্যসেবা উন্নয়ন লক্ষ্য নিয়ে সংক্ষিপ্ত ধারণা দেন। নয়াগ্রাম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো: রিপন আহমেদ ক্লিনিকের বর্তমান সমস্যাগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে বসার চেয়ার, টিউবওয়েল ও বিদ্যুৎ অনুপস্থিতি এবং পরিস্কার পরিচ্ছন্নতার সমস্যা। সভায় কমিটির সদস্যরা প্রতিকারের আশ^াস প্রদান করেন—মো: আমিনুল ইসলাম টিউবওয়েল, মো: হাফিজুর রহমান চেয়ার, এবং গিয়াস উদ্দিন ক্লিনিকে আয়ার ব্যবস্থা করবেন। এছাড়া ইনস্পেক্টর মো: গোলাম রসুল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ^াস প্রদান করেন।
সভা সভাপতি সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে সমাপ্ত হয়। সভা স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Citizen's Voice