নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ও আলোচনা সভা

নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ও আলোচনা সভা

  • July 11, 2024
নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ও আলোচনা সভা

নেত্রকোণা জেলা পরিবার পরিকল্পনা বিভাগ ১১ জুলাই ২০২৪ বেলা ৯.৩০ ঘটিকায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সহযোগিতা করেন বাংলাদেশ হেল্থ ওয়াচ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট শাহেদ পারভেজ। দিবসের প্রতিপাদ্য ছিল: “অর্থভিত্তিক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা আনসার কমান্ডার, স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, ডাক্তারসহ ইউনিয়ন পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের প্রতিনিধি।

সভায় অংশগ্রহণকারীরা তরুণদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার, শিক্ষার্থীদের সুশিক্ষা, নিজ নিজ দায়িত্ব পালন এবং অসুস্থ রোগীদের প্রতি যতœসহ মনোযোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। আলোচনার পর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে, কেন্দ্রুয়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ১০ ও ১১ জুলাই দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রদান ও ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করে, যার সঙ্গে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামও অংশগ্রহণ করে।
 

Citizen's Voice