

মহালছড়ি, খাগড়াছড়ি | ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি.
স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সম্ভাব্য সহযোগীদের সম্পৃক্ত করতে মহালছড়িতে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বাংলাদেশ হেলথ ওয়াচ (বিএইচডব্লিউ) ও জাবারাং কল্যাণ সমিতি।
সভায় সভাপতিত্ব করেন জনাব মানিক রঞ্জন খীসা, প্যানেল চেয়ারম্যান, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, শিক্ষক প্রতিনিধি, নারী নেত্রী ও যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন জনাব বিদ্যুৎ জ্যোতি চাকমা, কো-ফোকাল পার্সন, বাংলাদেশ হেলথ ওয়াচ। তিনি বিএইচডব্লিউ-এর কার্যক্রম ও আজকের সভার উদ্দেশ্য তুলে ধরে বলেন, "স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্থানীয় পর্যায়ের অংশীদারদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।"
বক্তারা বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত দুর্বলতা ও যোগাযোগ ব্যবস্থার অভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় সমাজসেবিকা ভৌমিকা ত্রিপুরা অভিযোগ করেন, অনেক সময় রোগীদের অপ্রয়োজনীয়ভাবে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি মো. রবিউল ইসলাম উল্লেখ করেন, রাতে উপজেলা হাসপাতালে চিকিৎসক না থাকায় রোগীরা ভোগান্তিতে পড়েন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে- উপজেলা পর্যায়ে যৌথ অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার মাধ্যমে এসব সমস্যা চিহ্নিত ও সমাধানে উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
সভাশেষে সভাপতি জনাব মানিক রঞ্জন খীসা বলেন, “স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতন সুশীল সমাজের সম্পৃক্ততাও অপরিহার্য।” তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


Citizen's Voice