

কুড়িগ্রাম, ১৫ সেপ্টেম্বর ২০২৪:
কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে, সলিডারিটি ট্রেনিং ইনস্টিটিউট-এ সকাল ১০ ঘটিকায় জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের জন্য তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও সলিডারিটির নির্বাহী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা এস.এম. হারুন অর রশীদ লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ কুমার অধিকারী, প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ হেলথ ওয়াচ, এবং প্রশিক্ষণটি পরিচালনা করেন খোরশেদ আলম, প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন কমলা রানী পাল, ফোকাল পার্সন, সলিডারিটি ও সুনীল কুমার দাস, কো-ফোকাল পার্সন। প্রশিক্ষণে মোট ২৮ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার, তথ্য অধিকার আইন ২০০৯, আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ, তথ্য কর্মকর্তা নিয়োগ, তথ্য প্রাপ্তি ও আপীল প্রক্রিয়া, অভিযোগ দায়ের ও নিষ্পত্তি, লংঘন ও শাস্তি, আবেদন তৈরীর গুরুত্বপূর্ণ বিষয়সহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেন। প্রশিক্ষণ চলাকালীন উপস্থিতরা অভ্যর্থনা বিনিময়, প্রিটেস্ট ও পোষ্টটেস্টের মাধ্যমে তাদের দক্ষতা যাচাই করেন। প্রশিক্ষণের সমাপ্তিতে এস.এম. হারুন অর রশীদ লাল বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রমে সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
Citizen's Voice