খাগড়াছড়িতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • November 12, 2024
খাগড়াছড়িতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়ি | ১২ নভেম্বর ২০২৪

জাবারাং কল্যাণ সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যদের জন্য তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মিলনপুর হিলটপ গেস্ট হাউসে সকাল ১:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত চলা প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আইনটির গুরুত্ব, প্রয়োগ ও নাগরিক দায়বদ্ধতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি জনাব সাধন কুমার চাকমা, যিনি বলেন, "তথ্যই শক্তি। সঠিক তথ্য জানা থাকলে মানুষ দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে এবং স্বচ্ছ ও জবাবদিহি সমাজ গঠন সম্ভব হয়।"

মূল ফ্যাসিলিটেটর জনাব রাজেশ কুমার অধিকারী অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করে তথ্য অধিকার আইনের ধারাবাহিক ব্যবহার, কোন তথ্য চাওয়া যাবে, কোন তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয়, আপীল ও অভিযোগ প্রক্রিয়া সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের তথ্য অধিকার আইন-২০০৯ শক্তিশালী হলেও বাস্তবায়নে নাগরিকদের সক্রিয়তা এখনও সীমিত।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নিজেদের প্রত্যাশা জানিয়ে আইনের ব্যবহার ও স্বাস্থ্যখাতের স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়ে মতবিনিময় করেন। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রশিক্ষণ সমাপনী বক্তব্যে বলেন, “তথ্য জানা মানুষকে আত্মবিশ্বাসী করে এবং সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় করে। স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা অপরিহার্য।

Citizen's Voice