খাগড়াছড়িতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • November 12, 2024
খাগড়াছড়িতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়ি, ১২ নভেম্বর ২০২৪

জাবারাং কল্যাণ সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের জন্য তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ সকাল ৯:৩০টা থেকে ১:৩০টা পর্যন্ত মিলনপুর হিলটপ গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি জনাব সাধন কুমার চাকমা, যিনি বলেন, তথ্যই শক্তি। সঠিক তথ্য জানা থাকলে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা সম্ভব। তথ্য অধিকার নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

প্রশিক্ষণের মূল ফ্যাসিলিটেটর ছিলেন জনাব রাজেশ কুমার অধিকারী, যিনি অশগ্রহণকারীদেরকে ধারাবাহিকভাবে তথ্য অধিকার আইন-২০০৯ এর কার্যকারিতা, বাস্তবায়নের চ্যালেঞ্জ, আইনগত ভিত্তি এবং প্রযোজ্য ক্ষেত্রসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়া তিনি জানান, নাগরিকদের সক্রিয়তা এবং সচেতনতা ছাড়া আইন কার্যকর করা সম্ভব নয়।

প্রশিক্ষক মাহরুবা খানম, কোঅর্ডিনেটর, বাংলাদেশ হেলথ ওয়াচ অংশগ্রহণকারীদের হাতে-কলমে তথ্য আহরণের প্রক্রিয়া শেখান। অংশগ্রহণকারীরা জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক পর্যায়ে তথ্য সংগ্রহের দলীয় কাজ সম্পন্ন করেন। আলোচনায় আধুনিক জেলা সদর হাসপাতালের ডাক্তার ও নার্স সংখ্যা, প্যাথলজি ও এক্সরে সেবা, কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে সেবা, গর্ভকালীন চেকআপ এবং ভ্যাকসিন প্রদানসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

শেষে অংশগ্রহণকারীদের লিখিত মূল্যায়ণ করা হয়। সর্বোচ্চ স্কোর অর্জনকারীদের ১ম, ২য় ও ৩য় স্থান হিসেবে টুপি দিয়ে সংবর্ধনা জানানো হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রশিক্ষণ সমাপ্তি ঘোষণা করে অংশগ্রহণকারীদের সক্রিয়তা ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্বাস্থ্যখাতে তথ্যের গুরুত্ব সম্পর্কে যুবদের সচেতন করা এবং তথ্য অধিকার আইনের ব্যবহার।

Citizen's Voice