

খাগড়াছড়ি | ১৪ নভেম্বর ২০২৪
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জেলা পর্যায়ের অংশীজনদের সক্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার লক্ষ্য ছিল-স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সকলের জন্য সুস্থ জীবন নিশ্চিত করা।
সভায় প্রধান অতিথি ছিলেন জনাব অংপ্রু মার্মা, সহসভাপতি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, এবং জনাব মোহাম্মদ সাবের, সিভিল সার্জন, খাগড়াছড়ি পার্বত্য জেলা। সঞ্চালনা করেন জয় প্রকাশ ত্রিপুরা, সদস্য, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
সভায় বক্তারা স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ তুলে ধরেন। জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক জনাব মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একক প্রচেষ্টায় সম্ভব নয়; সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। রিপল বাপ্পী চাকমা, আবাসিক চিকিৎসক, জেলা সদর হাসপাতাল উল্লেখ করেন, দূর্গম অঞ্চলে রোগী সচেতনতার অভাব এবং ভৌগলিক অসুবিধার কারণে স্বাস্থ্যসেবা সীমিত।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা হাসপাতালের সীমিত ডাক্তার ও নার্স, নিরাপত্তা, ভিকটিমদের চিকিৎসা ব্যবস্থায় দুর্বলতা, কমিউনিটি ক্লিনিকের ঔষধের ঘাটতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের বিষয় তুলে ধরেন। গীতিকা ত্রিপুরা বলেন, "ধর্ষণ বা হয়রানির ভিকটিমদের আলাদা চিকিৎসাসেবা প্রয়োজন।" খলেন জ্যোতি ত্রিপুরা হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ও রক্তদান ব্যবস্থার ঘাটতি তুলে ধরেন।
সভায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম উন্নয়নে সমন্বিত উদ্যোগ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন। সভার শেষে প্রধান অতিথি ও সভাপতি অংশগ্রহণকারীদের সক্রিয় সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত করেন।
![]() |
![]() |
Citizen's Voice