

খাগড়াছড়ি | ১৩ নভেম্বর ২০২৪
স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কার্যক্রমে সম্ভাব্য সহযোগীদের যুক্ত করতে বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে একটি মতবিনিময় সভা আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জনাব সাধন কুমার চাকমা, সভাপতি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা। স্বাগত বক্তব্য রাখেন জনাব মথুরা বিকাশ ত্রিপুরা, নির্বাহী পরিচালক, জাবারাং কল্যাণ সমিতি। তিনি বলেন, -স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব, একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে নয়।
পরিসংখ্যানভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন মাহরুবা খানম, কোঅর্ডিনেটর (রিসার্চ), বাংলাদেশ হেলথ ওয়াচ। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
রাজেশ কুমার অধিকারী, প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ হেলথ ওয়াচ বলেন, “বাংলাদেশে প্রতি বছর চিকিৎসা ব্যয়ের কারণে প্রায় ৫০% মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়—এই প্রবণতা রোধে রাষ্ট্রীয় দায়বদ্ধতা ও নাগরিক সচেতনতা জরুরি।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি—ধীমান খীসা, প্রিয় মোহন ত্রিপুরা, ওয়াপেইং মার্মা, ললিতা ত্রিপুরা, গীতিকা ত্রিপুরা প্রমুখ—স্বাস্থ্যসেবা ব্যবস্থার সীমাবদ্ধতা, চিকিৎসকের ঘাটতি, মাতৃস্বাস্থ্যসেবা, রোগীর প্রতি আচরণ ও নারী ভিকটিমদের নিরাপত্তা ইস্যু তুলে ধরেন।
শেষে সভাপতি সাধন কুমার চাকমা সভাকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে বলেন, “সবাই যে বিষয়গুলো তুলেছেন, তা নিয়ে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
সভায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবাগ্রহীতা– সেবাদাতা সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
![]() |
![]() |
Citizen's Voice