

মহালছড়ি, খাগড়াছড়ি | ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি.
কেরেঙ্গ্যানাল কমিউনিটি ক্লিনিকের বর্তমান অবস্থা, সেবা কার্যক্রম ও স্থানান্তর প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সেবাগ্রহীতা এবং বাংলাদেশ হেলথ ওয়াচ-এর প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য জনাব তন্টুমনি চাকমা। তিনি জানান, প্রায় ৭০০ পরিবার অধ্যুষিত এলাকার একমাত্র এই ক্লিনিকটি অতীতে জেলার অন্যতম সেরা সেবাদানকারী কেন্দ্র ছিল, তবে বর্তমানে ভবনের জরাজীর্ণ অবস্থা ও জনবসতির অভাবে ক্লিনিকটি কার্যকরভাবে সেবা দিতে পারছে না।
ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি জনাবা ডেফোডিল খীসা জানান, নিরিবিলি এলাকায় অবস্থানের কারণে তিনি প্রায়ই নিরাপত্তাহীনতায় ভোগেন। ওষুধ ও সহযোগী কর্মীর অভাবে সেবা প্রদানেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মী জনাব ডিউই মার্মা বলেন, এলাকায় বর্তমানে ২৭ জন গর্ভবতী নারী রয়েছেন, যাদের তিনি বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন।
সভায় অংশগ্রহণকারী সেবাগ্রহীতা সূচনা চাকমা ও বিমলা চাকমা ক্লিনিকটি দ্রুত জনবসতিপূর্ণ এলাকায় স্থানান্তরের দাবি জানান।
আলোচনায় বাংলাদেশ হেলথ ওয়াচ-এর প্রোগ্রাম ম্যানেজার জনাব রাজেশ কুমার আধিকারী এবং কোঅর্ডিনেটর জনাব মাহরুবা খানম উপস্থিত থেকে সেবার মানোন্নয়ন ও স্থানান্তর বিষয়ে করণীয় দিক নির্দেশনা দেন।
সভাশেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় - শিগগিরই স্থানীয় চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও পার্বত্য জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে ক্লিনিক স্থানান্তর কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

Citizen's Voice