

কেন্দুয়া, নেত্রকোণা, ১৩ জানুয়ারি ২০২৫: কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দিঘলকুর্ষা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সদস্য, কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং স্থানীয় মেম্বারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় মোট ৪৭ জন অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ১৮ জন নারী ও ২৯ জন পুরুষ ।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মোঃ কাঞ্চন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার নওরিন মাহাবুবা এবং কান্দিউড়া ইউনিয়ন প্রশাসক মোঃ হুমায়ুন দিলদার। স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোণা থেকে কোহিনূর বেগমও উপস্থিত ছিলেন।
সভা শুরুতে সিএইচসিপি ও কমিউনিটি ক্লিনিক গ্রুপের দুই সদস্যের মৃত্যু স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কোহিনূর বেগম কমিউনিটি ক্লিনিক গ্রুপের নতুন গঠন, সদস্য সংখ্যা ও সভার নিয়মাবলী সম্পর্কে বক্তব্য রাখেন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ক্লিনিকের মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। সৈকত মিয়া টয়লেট, বিপি মেশিন ও বিদ্যুতের ব্যবস্থা করার আহ্বান জানান। মহিউদ্দিন রুমেল ক্লিনিকের চারপাশে দেয়াল নির্মাণ ও রঙ করার প্রস্তাব দেন। রুকন উদ্দিন স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য বিপি মেশিনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া অন্যান্য উপস্থিতরা টিউবওয়েল, নিয়মিত পর্যবেক্ষণ ও এলাকার মানুষের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলার নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা প্রয়োজন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সঠিকভাবে কাজ করবে এবং এলাকাবাসী মনিটরিং করবে বলে আশ্বাস দেন।
সভা শেষে মোঃ কাঞ্চন মিয়া অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবার সঠিক ব্যবহার এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Citizen's Voice