কেন্দুয়া উপজেলা দীঘলকুর্শা কমিউনিটি ক্লিনিকে আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৪ উদযাপন

কেন্দুয়া উপজেলা দীঘলকুর্শা কমিউনিটি ক্লিনিকে আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৪ উদযাপন

  • May 30, 2024
কেন্দুয়া উপজেলা দীঘলকুর্শা কমিউনিটি ক্লিনিকে আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৪ উদযাপন

কেন্দুয়া, নেত্রকোণা, ৩০ মে ২০২৪:

আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ৩০ মে ২০২৪ বেলা ১১.০০ ঘটিকায় কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা কমিউনিটি ক্লিনিক-এ গর্ভকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্প ও হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ রহিছ উদ্দিন, সভাপতি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহাবুবুল আলম বাবুল, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্পিতা খানম সুমি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য এবং কোহিনূর বেগম, ব্যবস্থাপক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোণা। এছাড়া স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ, সিজি কমিটির সদস্য, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকাবাসী, গর্ভবতী মায়েরা এবং সাংবাদিকসহ মোট ৬৭ জন অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন রাখাল বিশ্বাস, সাধারণ সম্পাদক, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যে কমিউনিটি ক্লিনিকের সেবা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছানোর গুরুত্ব এবং সিজি কমিটিকে আরও সক্রিয় করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। কোহিনূর বেগম বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কার্যক্রম এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগসমূহ সম্পর্কে আলোচনা করেন। চয়ন সরকার, পিসি, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, কেন্দুয়া নিরাপদ মাতৃত্ব দিবসের লিফলেট উপস্থাপন করেন।

হেল্থ ক্যাম্পে গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপা হয় এবং “রক্তদানে আমরা কেন্দুয়া” সংগঠনের সদস্যরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ করেন। কমিউনিটি ক্লিনিকের সহায়তায় গর্ভবতী মায়েদের জন্য আয়রন, ফলিক এসিড ও ভিটামিন ট্যাবলেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব এবং গর্ভকালীন স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। সভা শেষে সভাপতি সকলের সুস্থ্যতা কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Citizen's Voice