জেলা যুব ফোরাম সদস্যদের নিয়ে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়

জেলা যুব ফোরাম সদস্যদের নিয়ে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়

  • June 12, 2024
জেলা যুব ফোরাম সদস্যদের নিয়ে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়

অদ্য ১২,০৬,২০২৪ ইং তারিখে সলিডারিটি প্রধান কার্যালয়ে, বিকাল ৩ ঘটিকার সময় জেলা যুব ফোরাম সদস্যদের নিয়ে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলিডারিটির অতিরিক্ত নির্বাহী পরিচালক নাজমুন নাহার সুইটি। সভাটি পরিচালনা করেন সলিডারিটির ফোকাল র্পাসন কমলা রানী পাল, সার্বিক সহযোগীতা করেন কো- ফোকাল সুনীল কুমার দাস।

আলোচ্য বিষয়:

১.    শুভেচ্ছা বিনিময়।
২.    ফোরামে নিস্কৃয় সদস্য বাতিল ও নতুন সদস্য অর্ন্তভুক্ত করন।
৩.    সদর হাসপাতালের সার্বিক অবস্থ্যা পর্যালোচনা।
৪.    বিবিধ।

১ নং আলোচনায় সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী পাল সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এবং সকলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন আমরা গত বছর যেসকল কাজ করেছি তা অত্যন্ত প্রসংশনীয়, আমাদেরকে এবছর আরো ভালো কাজ করতে হবে। তাই আমাদেরকে প্লান করে কাজগুলো বাস্তবায়ন করতে হবে। এই কাজগুলো বাস্তবাযন করতে হলে সকলের আন্তরিকতা আবশ্যক। আমি আশাকরি সকলে আন্তরিকতার সাথে কাজগুলো করবেন।

আরো আলোচনা করেন সলিডারিটির অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব নাজমুন নাহার সুইটি, তিনি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং সকলকে হাসপাতালের সার্বিক চিএ পর্যালোচনা করার জন্য বলেন। তিনি আরো বলেন হাসপাতালে আমরা যা দেখবো তা যেন সাংঘর্ষিক না হয়, আমরা যা করবো তা যেন হয় ইতিবাচক।

আমাদেরকে সকলের সাথে কথা বলতে হবে বিনয়ী ও ন¤্র হয়ে। আমাদের আচার আচরণ কথাবার্তায় যেন কেউ কষ্ট না পায় সেইদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়ে শেষ করেন।

২ নং আলোচনায় ফোরামের নিস্ক্রিয় সদস্যদের বাতিল, ও নতুন সদস্যদের অর্ন্তভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় আলোচিত হয় যে সকল সদস্য সভায় নিয়োমিত না তাদেরকে বাতিল করে নতুন সদস্য অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই সাথে কিছু ইয়থদের নাম তালিকা করা হয়।

৩ নং আলোচনায় সদর হাসপাতালের সার্বিক অবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। আগামী জুলাই মাসে ৪টি টিমে ভাগ হয়ে চার সপ্তাহে ৪টি টীম হাসপাতাল ভিজিট করবে। ভিজিট করার পর রির্পোট ফোকাল পার্সনের নিকট প্রদান করবে।

টীম সদস্যদের নামের তালিকা ঃ

১.    মো: শাহীদ খান, জমাতুন নেসা, মোছা: লিলা, মোছা ঃ সেতু।
২.    আরিনা হোসেন, রিযা দত্ব, সুমী দাস, মৃত্যুন্জয় দাস।
৩.    মোছা: কাকলী আক্তার,মোছা: মিলি আক্তার,মোছা: হাওয়া বেগম, কাওসিনা আক্তার।
৪.    মোছ: বিউটি আক্তার, লাবন্য,শান্তনা হোসেন,মোছা: লিলি খাতুন।

৪ নং বিবিধ আলোচনায় আর কোন বিশেষ আলোাচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানীয়ে শেষ করা হয়।

Citizen's Voice