

২৭ জুলাই ২০২৪ ইং তারিখে কুড়িগ্রাম সলিডারিটি প্রধান কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম সদস্যদের নিয়ে একটি পরিকল্পনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ডা. আমিনুল ইসলাম এবং সভাটি পরিচালনা করেন সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী পাল। সার্বিক সহযোগিতা করেন কো-ফোকাল সুনীল কুমার দাস। সভার শুরুতে শুভেচ্ছা বিনিময় পর্বে কমলা রানী পাল উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত বছর ফোরামের কাজ ছিল প্রশংসনীয়, এবছর আরও সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। তিনি সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান এবং এ বছরের সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এরপর ফোরামের নিষ্ক্রিয় সদস্যদের বাতিল ও নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, যারা নিয়মিত সভায় অংশগ্রহণ করেন না, তাদের সদস্যপদ বাতিল করা হবে এবং নতুন কিছু সক্রিয় সদস্যকে ফোরামে অন্তর্ভুক্ত করা হবে। নতুন সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে চাষী নুরুন্নবী সরকার, ফৌজিয়া রহমান, মাধুবালা দেব, মঞ্জুয়ারা মুক্তি ও মুক্তি রানী চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করা হয়। এ প্রস্তাবে সহ-সভাপতি মিসেস মালা দেব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুলিয়া জুলকার নাইন এবং সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভকতসহ অন্যান্য সদস্যবৃন্দ সম্মতি প্রদান করেন।
পরবর্তী আলোচনায় মাল্টি স্টেকহোল্ডার মিটিং বাস্তবায়ন বিষয়ে সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী পাল বলেন, কুড়িগ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে জনগণের মুখোমুখি একটি মাল্টি স্টেকহোল্ডার মিটিং আয়োজন করতে হবে। তিনি সভার সদস্যদের এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করেন। জেলা ফোরাম সভাপতি ডা. আমিনুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, হাসপাতাল কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে মিটিংটি সফলভাবে আয়োজন করা হবে।
বিবিধ আলোচনায় সভাপতির বক্তব্যে ডা. আমিনুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফোরামের প্রতিটি সদস্য যদি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন, তবে জেলার স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
Citizen's Voice