জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে সভা অনুষ্ঠিত

জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে সভা অনুষ্ঠিত

  • November 11, 2024
জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি,
জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং তথ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ হেলথ ওয়াচের প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি পর্যায়ক্রমে আলোচনা করেন।
আলোচনার মূল বিষয়বস্তু:

  • জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা গ্রহীতার সংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
  • জেলা পর্যায়ে ঔষধ প্রাপ্তি বৃদ্ধি পেলেও ইউনিয়ন পর্যায়ে প্রত্যাশিত উন্নতি হয়নি।
  • যত্রতত্র ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি এবং এন্টিবায়োটিক ব্যবহারে নিয়ম না মেনে চলার ঘটনা লক্ষ্য করা গেছে।
  • যুব ফোরামের সদস্যদের কাছে স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্যের ঘাটতি রয়েছে এবং এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

গৃহীত সিদ্ধান্তসমূহ:

  1. ফার্মাসিস্ট কোর্স শেষ না করা ব্যাক্তি যাতে ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করতে না পারে, এ বিষয়ে আওয়াজ তোলা হবে।
  2. অভিজ্ঞ ডাক্তার দ্বারা লিফলেট তৈরী করে এন্টি-মাইক্রোবিয়াল সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হবে।
  3. কমিউনিটি ক্লিনিক পর্যায়ে এন্টি-মাইক্রোবিয়াল সচেতনতা সেশন পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।
  4. জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য অধিকার ফোরামের প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।
  5. ফোরামের নতুন ও পুরাতন সদস্য যারা আইডি কার্ড পাননি, তারা প্রযোজ্য তথ্য শেয়ার করে আইডি কার্ড সংগ্রহে সচেষ্ট হবেন।

সভার সমাপ্তিতে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য জনাব সোহাগ সকলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সক্রিয়তা আশা পোষণ করেন এবং অংশগ্রহণকারীদের সুস্বাস্থ্য কামনা করেন।

Citizen's Voice