

০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুপুর ১টায় বাগেরহাটের যদুনাথ স্কুল এন্ড কলেজে ছাত্রীদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব ঝমিতা মণ্ডল। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলায় হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব অসীম কুমার সমাদ্দার এবং শিক্ষক শপ্রিয়া রাণী মণ্ডল। এছাড়া যুব ফোরামের সমন্বয়ক মোঃ নাইমুর রহমান ও যুগ্ম সমন্বয়ক সোনাইয়া আক্তার উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের ফোকাল পয়েন্ট শিল্পী আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পরিচয়পর্বে উপস্থিত সবাই নিজেকে পরিচয় করান। এরপর অধ্যক্ষ ঝমিতা মণ্ডল উদ্বোধনী বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রূপান্তর বিভিন্ন সময় শিক্ষার্থীদের দক্ষতা ও তথ্য সমৃদ্ধিতে কাজ করে আসছে। আজকের এই ক্যাম্পের মাধ্যমে ছাত্রীদের শারীরিক ও ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা প্রদান করা হবে।
ফোকাল পয়েন্ট শিল্পী আক্তার বলেন, প্রকল্পটি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা ও রায়ন্দা ইউনিয়নে চলমান। ক্যাম্পের লক্ষ্য হলো ছাত্রীদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তনে সহায়তা করা।
সহায়ক তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন। তিনি বলেন, নারী শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্য, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, আলাদা বাথরুমের ব্যবস্থা এবং ১৮ বছরের কম বয়সে বিয়ে না হওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
সহায়ক শিক্ষক শপ্রিয়া রাণী মণ্ডল স্বাস্থ্য সচেতনতা ও জনসাধারণের মাঝে তথ্য ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চা অপরিহার্য।
জেলা যুব ফোরামের যুগ্ম সমন্বয়ক সোনাইয়া আক্তার ও সমন্বয়ক মোঃ নাইমুর রহমান মোবাইল ব্যবহারে সচেতন থাকার, পর্যাপ্ত ঘুম এবং পানি পান করার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য দেন। পাশাপাশি পাড়া-পাড়ায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সামাজিক কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।
![]() |
![]() |
Citizen's Voice