ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয়ে ছাত্রীদের সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত

ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয়ে ছাত্রীদের সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত

  • October 23, 2024
ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয়ে ছাত্রীদের সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত

২৩ অক্টোবর ২০২৪ তারিখে দুপুর ১২টায় আনোয়া হোসনে মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তর প্রতিনিধি আলমগীর হোসনে মর্তু, সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ১০০ শয্যা উপজেলা সদর হাসপাতালের সিনিয়র সেবিকা ইয়াসমিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাইম্ব প্রকল্পের কর্মকর্তা শল্পী রানি ডাকুয়া।

প্রথমে উপস্থিত সকলকে পরিচয় প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর মূল কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে রূপান্তর প্রতিনিধি আলমগীর হোসনে মর্তু সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রূপান্তর বিভিন্ন সময়ের ভিত্তিক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের দক্ষতা ও তথ্যসমৃদ্ধি বৃদ্ধির কাজ করে আসছে। তার ধারাবাহিকতায় আজ বাংলাদেশের হেলথ ওয়াচের সহযোগিতায় এবং রূপান্তরের উদ্যোগে ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয়ে ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা সদর হাসপাতালের সিনিয়র সেবিকা ইয়াসমিন উপস্থিত ছিলেন। তিনি সহায়ক হিসেবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য এবং মনোযোগী হওয়া বিষয়গুলোকে নিজের কাজে ব্যবহার করতে হবে।

সিনিয়র সেবিকা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি মানুষকে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম পালন করতে হবে। নারীদের শরীর থেকে মাসিকের সময় রক্ত ক্ষরণের কারণে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার গ্রহণ ও পরিস্কার পানি পান অপরিহার্য। তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা বাথরুম থাকা প্রয়োজন এবং প্রতিটি পরিবারে ছেলে-মেয়েদের মধ্যে বৈষম্য চলতে দেওয়া যাবে না। মাসিকের সময় সঠিক প্যাড ব্যবহার করা না হলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তিনি আরও বলেন, নারীদের দীর্ঘ সময় প্রসব আটকে রাখলে প্রসাবের স্থানে ক্ষতি হয়। ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে বাংলাদেশে আইনত অপরাধ, কারণ এই বয়সের আগে মানসিক ও শারীরিক বিকাশ সম্পূর্ণ হয় না। এই বিষয়গুলো সকলকে মনে রাখতে হবে। তিনি সকলকে সু-স্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠান পরিচালনাকারী শল্পী রানি ডাকুয়া উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে মানবদেহের রক্ত সঞ্চালনা ও শরীরের বিভিন্ন শারীরিক অঙ্গ-প্রতঙ্গ নিয়ে আলোচনা করেন। তিনি জনস্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, সুস্থ থাকার জন্য সুষম খাবার গ্রহণ অপরিহার্য। আজকের অনুষ্ঠানে যা শিখেছেন, তা আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে ছড়িয়ে দিতে হবে। তিনি সকলকে সু-স্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।

Citizen's Voice