

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় ইরা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বাংলাদেশ হেল্প ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, কোঅর্ডিনেটর (গবেষণা) মাহরুবা খানম।
ইরার প্রোগ্রাম অফিসার ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন মো. ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা স্বপন কুমার বর্মন, বিশ^ম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারনণ সম্পাদক সালেহ আহমদ, ইরার ক্রিয়া প্রকল্পের উপজেলা প্রজেক্ট ম্যানেজার রাজিয়া খাতুন, ইয়াহিয়া তালুকদার, উপজেলা স্বাস্থ্য অধিকার য্বু ফোরামের ফোরামের সদস্য বাইজিদ আহমেদ, অপু মিয়া প্রমুখ।
Citizen's Voice