

শরণখোলা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রান গোপাল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মীর সরোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম টুকু, সভাপতি, বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং রাজেশ অধিকারী, প্রোগ্রাম অফিসার, বাংলাদেশ হেলথ ওয়াচ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পি আক্তার।
রাজেশ অধিকারী বক্তৃতায় জানান, হেলথ ওয়াচ স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করছে। প্রধান অতিথি ডাঃ প্রান গোপাল বিশ্বাস বলেন, স্বাস্থ্য সচেতন নাগরিক সমাজ, হাসপাতালের সেবা প্রাপ্যতা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোঃ শাহ আলম টুকু দেশের স্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জ এবং সচেতন জনগণের করণীয় বিষয়ে আলোচনার পাশাপাশি হেলথ ওয়াচের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। মীর সরোয়ার ও অন্যান্য ফোরামের প্রতিনিধিরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সিপিপি স্বেচ্ছাসেবক, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় পর্যাপ্ত ওয়াশ ও আলো না থাকার কারণে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা ও জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
সিদ্ধান্তসমূহ:
উপস্থিত সকলেই একমত হন যে সচেতনতা, সমন্বিত উদ্যোগ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Citizen's Voice