

২২ জুন ২০২৪ তারিখে সকাল ১২টায় ২৫০ শয্যা জলো হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের সার্বিক মানন্নয়ন বিষয়ক অধপিরামর্শ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার এবং সভাপতিত্ব করেন জলো স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম টুকু। সভায় প্রথমে গত ২৩ নভেম্বর ২০২৩ সালের অধপিরামর্শ সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয় এবং প্রায় সব সিদ্ধান্তের বাস্তবায়ন ইতিমধ্যেই হয়েছে। এছাড়া হাসপাতালের মানন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্যাথলজি বিভাগের ঔষধ রোগীদের জন্য তালিকাভুক্ত রাখতে হবে, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই করতে হবে, চুরি কমাতে সিসি ক্যামেরা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, ডায়রিয়া ওয়ার্ড স্থানান্তরের সম্ভাবনা পরীক্ষা করতে হবে, লিফট ও র্যাম দ্রুত ব্যবস্থা করতে হবে, ঔষধের স্বচ্ছ তালিকা প্রদর্শন ও প্রতিদিন আপডেট রাখতে হবে, হাসপাতালের বাজেট জনসম্মুখে প্রকাশ করতে হবে, রোগীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি কমাতে হবে, নার্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে, টিকেট কাউন্টার থেকে রোগীর নির্ধারিত রুমে পৌঁছানোর সমস্যা সমাধান করতে হবে, নতুন ভবনের পানির পাইপলাইন মেরামত করতে হবে, প্রতিটি ওয়ার্ডে সাউন্ড/মাইকের মাধ্যমে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে হবে, মাননীয় সংসদ সদস্যের সহযোগিতায় ওয়াশ ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে, গর্ভবতী মহিলাদের নরমাল ডেলিভারি নিশ্চিত করতে হবে এবং ব্রিজপাথে লিফটের মাদার বোর্ড দ্রুত মেরামত করতে হবে। সভার শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সু-স্বাস্থ্য কামনা করে সভা সমাপ্ত করেন।

Citizen's Voice